একুশে টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মানহানির অভিযোগে একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামসহ চার জনের বিরুদ্ধে মামলা হয়েছে বরগুনার আদালতে।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 12:47 PM
Updated : 28 Sept 2014, 02:52 PM

রোববার স্থানীয় সাবেক সংসদ সদস্য মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নোমান মাঈনুদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার অন্য বিবাদীরা হলেন, একুশের চোখ অনুষ্ঠানের উপস্থাপক ইলিয়াস হোসাইন, বার্তা সম্পাদক রাকিব হাসান ও একুশে টেলিভিশনের বরগুনা প্রতিনিধি জয়দেব রায়।

বাদী দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপারকে এক মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বরাত দিয়ে দেলোয়ার বলেন, গত ১২ সেপ্টেম্বর জয়দেব রায় বাদীর বাসায় গিয়ে টেলিভিশনটির চেয়ারম্যান, বার্তা সম্পাদক ও অনুষ্ঠান উপস্থাকের বরাত দিয়ে তার কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় ১৮ সেপ্টেম্বর ‘একুশের চোখ’ নামের অনুষ্ঠানে তাকে এমিটাস কোম্পানির পরিচালক উল্লেখ করে ভুল ও অসত্য তথ্য প্রচার করা হয়।

প্রকৃতপক্ষে ‘এমিটাস’ নামের কোনো কোম্পানি বরগুনায় নেই। ঢাকায় আছে কি না তা তার জানা নেই।

এমিটাস কোম্পানির নামে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ তুলে ওই প্রতিবেদন প্রচার করে তার সম্মান ক্ষুণ্ন করা হয়েছে।

পরে বিষয়টির প্রতিবাদ প্রচারের কথা বলে একুশে টিভির বরগুনা জেলা প্রতিনিধি তার সাক্ষাৎকার নেন।

কিন্তু ২৫ সেপ্টেম্বর একুশে টিভিতে আবার মনগড়া তথ্য প্রচার করে বাদীর মানহানি করা হয় বলে জানান দেলোয়ার।