সিলেটে যুক্তরাষ্ট্রের ভিসা সেন্টার

সিলেটে যুক্তরাষ্ট্রের ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 12:29 PM
Updated : 28 Sept 2014, 12:29 PM

রোববার দুপুরে নগরীর জেল রোড আনন্দ টাওয়ারে এ সেন্টারের উদ্বোধন করেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভাইস কনসাল উইল রমিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উইল রমিনি বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট ঢাকার পরিবর্তে সিলেট অফিসে সরাসরি জমা ও সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের সার্ভিস সহজলভ্য ও ঝুঁকিমুক্ত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সায়মন গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মোহাইমিন সালেহ, সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, পুলিশ সুপার নূরে আলম মিনা, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী প্রমুখ।

মোহাইমিন সালেহ জানান, ঢাকার বাইরে যুক্তরাষ্ট্রের ভিসা সেন্টারের কার্যক্রম সিলেটে চালু করা হলো।

আগামী ১ অক্টোবর চট্টগ্রামে আমেরিকান ভিসা সেন্টারের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।

সিলেটে ব্রিটিশ, কানাডা ও থাইল্যান্ডের ভিসাপ্রার্থীদের ভিএফএস-এর মাধ্যমে আবেদনপত্র জমাদানের সুযোগ থাকলেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীরা এ থেকে বঞ্চিত ছিলেন।