ছাত্রদল নেতা হাবিব রিমান্ডে

ছাত্রদল সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবকে তিন দিনের পুলিশ হেফাজতে (রিমান্ড) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 11:44 AM
Updated : 28 Sept 2014, 11:44 AM

হরতালের সময় মিছিলে বোমা বিস্ফোরণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শাহবাগ থানার একটি মামলায় রিমান্ড আবেদনের শুনানি করে রোববার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

এসময় হেফাজতের আবেদন বাতিল চাওয়া হলে তা নাকচ হয়।

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাবিববে গ্রেপ্তারের পর এই আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আজিমের করা রিমান্ডের আবেদনে বলা হয়, গত ২২ সেপ্টেম্বর হরতালের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ এবং পুলিশের কাজে বাধা দেয়ার ঘটনায় হাবিব জড়িত ছিলেন বলে তাকে এ মামলায় জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

হাবিবের আইনজীবী সানাউল্লাহ মিয়া দাবি করেছেন, “হাবিবের বিরুদ্ধে আরও ৯৬টি মামলা রয়েছে, যার সবগুলোই মিথ্যা। তিনি সবগুলোতেই জামিনে রয়েছেন।

“এ মামলার এজাহারেও হাবিবের নাম নেই। এ মামলায় গ্রেফতার করা চার জন হাবিবের নাম বলেছে বলে হেফাজতের আবেদনে উল্লেখ করা হয়েছে। এটিও মিথ্যা তথ্যের রসায়নে নির্মিত মাত্র। রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে সরকার এ মামলায় যে অভিযোগ এনেছে তা ভুয়া।”