চট্টগ্রামে টিকিট কালোবাজারি গ্রেপ্তার

চট্টগ্রামে ট্রেনের ছয়টি রেল টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেল পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 11:37 AM
Updated : 28 Sept 2014, 12:42 PM

রোববার বিকালে নতুন রেল স্টেশন এলাকা থেকে বিভিন্ন ট্রেনের ১১টি আসনের ছয়টি টিকিটসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক। 

গ্রেপ্তার মো. সালাউদ্দিন (৩৫) নগরীর মাদারবাড়ী এলাকার বাসিন্দা।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালাউদ্দিনের কাছ থেকে তূর্ণা নিশিথা, মহানগর প্রভাতি ও মেঘনা এক্সপ্রেস ট্রেনের ১১টি আসনের ছয়টি টিকিট পাওয়া গেছে।

“বিকাল পৌনে ৪টার দিকে স্টেশনের উত্তর গেইটে সালাউদ্দিন টিকিটগুলো নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।”

উদ্ধার করা টিকিটগুলোর মধ্যে ২৮, ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবরের টিকিট ছিল বলে জানান ওসি।

সালাউদ্দিন আগে গার্মেন্টেসে কাজ করলেও এখন টিকিট কালোবাজারিতে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তৃতীয় দিনে চাঁদপুরের টিকিট

ঈদ ও পূজার অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন রোববার চট্টগ্রাম রেল স্টেশনে চাঁদপুরগামী বিশেষ ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। শনিবারের মতো এদিনও স্টেশনে ছিল টিকিট কিনতে আসা যাত্রীদের ভিড়।

রোববার আগামী ৩ অক্টোবর চাঁদপুরগামী দুটি বিশেষ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। পাশাপাশি আগের দুই দিনের মতো আটটি আন্তঃনগর ট্রেনের টিকিটও বিক্রি করা হয়।

স্টেশনের ৫ নম্বর কাউন্টারে চাঁদপুরগামী বিশেষ ট্রেনের টিকিট বিক্রি হয়। সেখানে দীর্ঘ লাইন দেখা গেছে।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ আবুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩ থেকে ৫ অক্টোবর প্রতিদিন দুটি করে চাঁদপুরগামী বিশেষ ট্রেন চলবে।

“রোববার ৩ অক্টোবরের দুটি বিশেষ ট্রেনের মোট এক হাজার ১৫০টি টিকিট বিক্রি করা হবে। আটটি আন্তঃনগর ট্রেনের তিন হাজার ৭৩৫টি অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এছাড়া ওই দিনের ঢাকাগামী মহানগরী গোধূলী ট্রেনে দুটি এবং সুর্বণ এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত একটি অতিরিক্ত বগির টিকিটও বিক্রি করা হচ্ছে।”

যেসব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে সেগুলো হলো- ঢাকাগামী সুর্বণ এক্সপ্রেস (৫২৯টি), মহানগর প্রভাতী (৫৯১টি), মহানগর গোধুলী (৫৭৩টি), তূর্ণা (৫২৩টি) ও চট্টলা এক্সপ্রেস (৩০৪টি)। সিলেটগামী উদয়ন এক্সপ্রেস (৩৭৫টি), পাহাড়িকা (৪০১টি) এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস (৪৩৯টি)।

২৯ সেপ্টেম্বর ৪ অক্টোবরের এবং ৩০ সেপ্টেম্বর ৫ অক্টোবরের টিকিট বিক্রি হবে।

চাঁদপুরগামী ট্রেন দুটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে প্রতিদিন বেলা ১২টা ও বিকেল ৪টায়।

স্টেশনে আসা যাত্রীরা তৃতীয় দিনেও ধীর গতিতে টিকিট বিক্রির অভিযোগ করেছেন।

হালিশহর থেকে আসা চাঁদপুরগামী ট্রেনের যাত্রী মামুনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারারাত দাঁড়িয়ে থেকে সকাল ১০টার দিকে টিকিট পেয়েছি। ফরমের তথ্য যাচাইয়ে বেশি সময় নিচ্ছে কাউন্টারের লোকজন।

এদিকে চট্টগ্রাম রেল স্টেশনে টিকিট বিক্রি নির্বিঘ্ন করতে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল কর্মকতারা সার্বক্ষণিক টিকিট বিক্রির কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।