ভারতে নতুন হাইকমিশনার মোয়াজ্জেম আলী

প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের মিশন প্রধানের দায়িত্ব পেলেন সাবেক পররাষ্ট্র সচিব সৈয়দ মোয়াজ্জেম আলী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2014, 11:17 AM
Updated : 16 Oct 2014, 09:09 AM

অবসরপ্রাপ্ত এই কূটনীতিক নয়া দিল্লিতে তারিক এ করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন বলে রোববার পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তারিক করিম গত পাঁচ বছর ধরে ভারতে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। তিনি চুক্তিভিত্তিক নিয়োগে ছিলেন, তার উত্তরসূরি মোয়াজ্জেমও চুক্তিতে নিয়োগ পাচ্ছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণী বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী মোয়াজ্জেম আলী ১৯৬৮ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন।

১৯৭১ সালে ওয়াশিংটনে কর্মরত অবস্থায় বিদ্রোহ করে স্বাধীন বাংলাদেশের প্রতি আনুগত্যের ঘোষণা দেন তিনি। এরপর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রতিষ্ঠায়ও তার অবদান স্মরণীয়।

কর্মজীবনে ভুটান, ইরান ও ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন মোয়াজ্জেম আলী। ওয়াশিংটন, ওয়ারশ, জেদ্দার পাশাপাশি নয়া দিল্লি মিশনেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে।

২০০১ সালে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর অবসরে যান পেশাদার এই কূটনীতিক।