আজফার-মাহিদুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন খারিজ

চাঁপাইনবাবগঞ্জে আটক আজফার হোসেন চটু ও মাহিদুর রহমানকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 04:48 PM
Updated : 23 Sept 2014, 04:48 PM

মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ যথাযথ তথ্যপ্রমাণ ছাড়া আবেদন করায় প্রসিকিউটর শাহিদুর রহমানের প্রতি অসন্তোষও প্রকাশ করে।

একইসঙ্গে দুইজনের বিরুদ্ধে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ২ নভেম্বর ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ  দেওয়া হয়।

গত ১৬ সেপ্টেম্বর আজফার হোসেন চটু (৬৫)ও মাহিদুর রহমানকে (৮৪) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে অন্য এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

১৮ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন।

মঙ্গলবার ওই আবেদনের  শুনানি করেন প্রসিকিউটর শাহিদুর রহমান।

আটকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের কোনো তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করতে না পারায় ট্রাইব্যুনাল প্রসিকিউটরকে বলে, “নিরাপরাধ মানুষকে কেন হেনস্থা করবেন? আপনারা তথ্য প্রমাণ নিয়ে গ্রেপ্তারের আবেদন নিয়ে আসুন।”

জবাবে প্রসিকিউটর শাহিদুর আটকদের বিরুদ্ধে খুনের মামলা আছে বলে জানান।

ট্রাইব্যুনাল প্রসিকিউটর শাহিদুর রহমানের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলে, “অন্য মামলায় গ্রেপ্তার হওয়ার পর কেন আপনাদের বোধদয় হল? মামলা করার পর ৯ মাস অতিবাহিত হলেও এতদিন তো এ মামলা নিয়ে আপনাদের তৎপরতা দেখলাম না।

“এছাড়া আসামিরা তো কোনো দলের কেন্দ্রীয় নেতা নয়, মন্ত্রী-এমপিও নয়। একজন মানুষকে কেন অপ্রয়োজনীয়ভাবে হেনস্থা করবেন?”

আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন।

আজফার ও মাহিদুরের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত চলছে। এ বছরের ১১ ফেব্রুয়ারি এ তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা আলতাফুর রহমান।