কেমিস্ট ছাড়া ওষুধ প্রস্তুত, কারখানা মালিক দণ্ডিত

রাজশাহী শহরের হড়গ্রাম এলাকায় কেমিস্ট ছাড়া আয়ুবের্দিক ওষুধ তৈরির অভিযোগে কারখানা মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 02:34 PM
Updated : 23 Sept 2014, 02:34 PM

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুল আরেফিন ছালা বায়ো ফার্মাসিউটিক্যালস নামের কারখানাটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিচারক এক আদেশে কারখানা মালিক শাহিদ আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো তিন মাস কারাভোগ করতে হবে।

ম্যাজিস্ট্রেট শাহিদ আলী জানান, র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। কারখানাটিতে মেশিনের পরিবর্তে হাতে এবং কেমিস্ট ছাড়াই ওষুধ তৈরি করা হচ্ছিল। তাই তাকে দণ্ড দেয়া হয়েছে।

রাজশাহী র‌্যাবের সহকারী পরিচালক এএসপি মীর্জা গোলাম সারোয়ার জানান, কারখানাটিতে প্রায় ৬ মাস ধরে ২১ ধরনের ওষুধ তৈরি করা হচ্ছিল। কোনো বিশেষজ্ঞ কেমিস্ট ছাড়াই কয়েকজন শ্রমিক দিয়ে ওষুধ তৈরি করে আসছিলেন কারখানাটির মালিক শহিদ আলী।

এছাড়াও এখানে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষ ও গবাদি পশুর ওষুধ তৈরি হতো বলে জানান তিনি।