খুলনায় শিশু হত্যায় তরুণীর যাবজ্জীবন

খুলনা শহরে চার বছরের শিশুকে হত্যার দায়ে এক তরুণীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 02:26 PM
Updated : 23 Sept 2014, 02:26 PM

মঙ্গলবার বিকালে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম কিবরিয়া এ রায় দেন।

দণ্ডিত ছাবেরা (২০) শহরের গিলাতলা দক্ষিণপাড়া এলাকার মো. আলাউদ্দিনের মেয়ে।

ট্রাইব্যুনালের বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন জানান, রায়ে একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আসামিকে আরো ৬ মাস সশ্রম কারাভোগ করতে হবে।  

এছাড়াও হত্যার তথ্য গোপনের অভিযোগে ওই তরুণীকে আরো ৫ বছরের কারাদণ্ড এবং স্বর্ণলংকার চুরির অভিযোগে আরো ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।

সকল দণ্ড একইসঙ্গে চলবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে, বলেন পিপি আরিফ।

মামালার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ জুলাই খুলনা শহরের গিলাতলা দক্ষিণপাড়ার আবেদ বিশ্বাসের দুই মেয়ে নদী ও বন্যা তাদের বাড়ির উঠানে খেলা করছিল।

এ সময় প্রতিবেশী ছাবেরা শিশু বন্যাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে আট আনা ওজনের কানের দুইটি রিং খুলে নেয়। এরপর শ্বাসরোধ করে বন্যাকে হত্যা করে পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়।

ঘটনার পরের দিন বন্যার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে তার পরিবার।

ওইদিন বন্যার বাবা ছাবেরাকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।