গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 12:01 PM
Updated : 23 Sept 2014, 12:01 PM

মঙ্গলবার বেলা সাড়ে ৪টার দিকে উপজেলার কলমুডাঙ্গা বসুমিধা বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত নূরুল ইসলাম (৩৫) সাপাহার উপজেলার কলমুডাঙ্গা গ্রামের আজাদ হোসেনের ছেলে।

শনিবার রাতে কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে নিখোঁজ হন নূরুল ইসলাম।

নূরুলের বাবা আজাদ হোসেন বলেন, শুক্রবার রাতে স্থানীয় এক গরু ব্যবসায়ীর বেশ কয়েকজন রাখালের সঙ্গে সীমান্ত এলাকায় গরু আনতে যান নূরুল। এ সময় বিএসএফ তাদের ধাওয়া করে। ভোরে অন্যরা ফিরে এলেও নূরুল ফেরেনি।

নূরুলের সঙ্গীদের বরাত দিয়ে তিনি জানান, ওই রাতে পাথর ছুড়ে আহত করে নুরুলকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

তার দাবি, ধরে নিয়ে যাওয়ার পর নির্যাতনে হত্যার পর লাশ বিলের পানিতে ফেলে দেয় বিএসএফ।

এ বিষয়ে ১৪ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইকবাল আকতার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে নুরুলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এর আগে শনিবার ওই সীমান্তের কৃষনোসদা এলাকায় কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকে নুরুলকে আটকের কথা বিএসএস অস্বীকার করে বলে জানান তিনি।

এর আগে গত সপ্তাহে একই সীমান্তে মোমিনুল ইসলাম (২০) ও ইচাহক আলী (১৯) নামে দুই যুবক নিখোঁজ হওয়ার পর তাদের ভাসমান লাশ পাওয়া যায় ওই বিলে।