বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ, লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে বিএসএফের ধাওয়া খেয়ে পানিতে ঝাঁপ দেওয়ার পর নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 09:42 AM
Updated : 23 Sept 2014, 10:19 AM

মঙ্গলবার সকালে উপজেলার সীমান্তবর্তী গ্রাম রোকনপুরের একটি বিলে বুজুর আলীর (২৫) ভাসমান লাশ পাওয়া যায়। বুজুর আলী রোকনপুর গ্রামের নাদের আলীর ছেলে।

নওগাঁ-৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুজিব জানান, বেলা সাড়ে ১১টার দিকে ২২০ নম্বর সীমান্ত পিলার থেকে বাংলাদেশের দেড় কিলোমিটার ভেতর থেকে বুজুর আলীর লাশ উদ্ধার করে বিজিবির একটি টহলদল ।

স্থানীয়দের উদ্ধৃত করে তিনি বলেন, “রোববার রাতে আরো কয়েকজনসহ বুজুর আলী গরু আনতে ভারতে যান। ভারত থেকে ফেরার সময় বিএসএফ ধাওয়া দিলে তারা বিলের পানিতে ঝাঁপ দেন। তারপর থেকে বুজুর আলী নিখোঁজ ছিলেন।”

লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।