খালেদার জন্য শতাধিক তোরণ

জনসভায় যোগ দিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া আগমণ উপলক্ষে তাকে স্বাগত জানাতে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 08:31 AM
Updated : 23 Sept 2014, 09:23 AM

মঙ্গলবার বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা রয়েছে। এজন্য বেলা সাড়ে ১১টার দিকে গুলশান থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন তিনি।

বিএনপি প্রধানকে স্বাগত জানাতে আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে বলে দলের স্থানীয় নেতারা জানিয়েছেন। খালেদা জিয়ার আগমণ উপলক্ষে  রঙিন ডিজিটাল ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “দলের চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়া এই সমাবেশ থেকে অবৈধ সরকারের পতনের আন্দোলনের ব্যাপারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন।”

বেলা ১২টার দিকেই জনসভাস্থলে বিএনপি নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে।

জনসভায় দেড় থেকে দুই লাখ মানুষের সমাবেশ ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জেলা বিএনপি নেতারা জানিয়েছেন।