চট্টগ্রামে ট্রলারে অগ্নিকাণ্ড: দগ্ধ আরেকজনের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিস্ফোরণে দগ্ধ হয়ে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 06:28 AM
Updated : 23 Sept 2014, 06:45 AM

সোমবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান লিটন (৩০)।

সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির মহাসচিব আমিনুল হক বাবুল সরকার জানান, লিটন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে। তিনি ওই ট্রলারের জেলে ছিলেন।

এনিয়ে ট্রলারে আগুনে মোট তিনজনের মৃত্যু হল। এর আগে ডুবে যাওয়া ওই ট্রলারের ইঞ্জিন রুম থেকে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়।

ফাইল ছবি

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. মৃণাল কান্তি দাশ জানান, আগুনে লিটনের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়েছিল।

শনিবার সকালে কর্ণফুলী নদীতে নোঙর করা এমভি মনিরের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে আগুন ধরার পর ট্রলারটির বেশ কিছু অংশ ডুবে যায়। সেখান থেকে দগ্ধ অবস্থায় লিটনসহ চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

পরে ওই দিনই বিকালে ডুবে যাওয়া ওই ট্রলারের ইঞ্জিন রুম থেকে নুরউদ্দিন ভূঁইয়া (৪৫) ও নিজামুদ্দিনের (৪২) লাশ উদ্ধার করা হয়।

এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন নুরুদ্দিন (৪৩), মো. আকবর (২০) ও মো. আলমগীর (৪৫)।