আরো এক হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরো এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে এ পর্যন্ত ২২ জন হজযাত্রী মারা গেলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2014, 02:58 AM
Updated : 23 Sept 2014, 09:18 AM
সরকারের হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবদুল হক (৬৬) সোমবার মক্কায় মারা যান।

তিনি এ বছর গ্রামীণ হলিডেসের (০৭৯২) মাধ্যমে সৌদি আরব গিয়েছেলিন। তার পাসপোর্ট নম্বর-বিএ০৭০২৫৫৮।

সরকারি ভাষ্যে এই হজযাত্রীর মৃত্যুর কারণ জানানো হয়নি।

এবছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এক লাখ ১৯১ জনের হজে যাওয়ার কথা রয়েছে।

সোমবার পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনার ৭২ হাজার ৫৩৯ জন এবং সরকারি ব্যবস্থাপনার এক হাজার ৪১৮ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

গত ২৭ অগাস্ট থেকে হজ ফ্লাইট শুরুর পরে সৌদি গিয়ে বাংলাদেশের ২২ জন হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৭ জন পুরুষ এবং পাঁচ জন মহিলা।

নিহত হজযাত্রীদের ১৬ জন মক্কায়, পাঁচ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন বলে বুলেটিনে বলা হয়েছে।

“সৌদি আরবে যাওয়ার পরে হজযাত্রীদের কাছ থেকে ১২৭টি লাগেজ হারিয়ে গেলেও ১০৬টি লাগেজ স্ব-স্ব মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে,” বলা হয় এতে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট শেষে আগামী ৮ অক্টোবর থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে।