চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 02:24 PM
Updated : 22 Sept 2014, 02:24 PM

সোমবার বিকালে চকবাজার থানার চাঁন মিয়া মুন্সী লেইনের মহিউদ্দিন বিল্ডিং নামের একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন- চকবাজার থানা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ (৫৫), বাকলিয়া থানা শিবিরের স্কুল বিষয়ক সম্পাদক হাসান আল বান্না (২৫) ও চাঁন মিয়া মুন্সী লেইন শিবিরের সভাপতি হাসানুল মনজির (২৩)।

পুলিশ জানিয়েছে, ইউসুফ জামায়াতের রোকন ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন।

বান্না চট্টগ্রাম কলেজে ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং হাসানুল এ বছর সরকারি মুহসিন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা মহিউদ্দিন বিল্ডিংয়ে গোপনে সাংগঠনিক কাজ ও কর্মপরিকল্পনা করছিল।

“চকবাজার থানা পুলিশের একটি দলকে সাথে নিয়ে ওই ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে কর্মপরিকল্পনার ছক ও বিভিন্ন উসকানিমূলক বই উদ্ধার করা হয়।” 

গ্রেপ্তাররা নগরীর বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত ছিল বলেও দাবি করেন ওসি মহসিন।