গাজীপুরে ৪ কারখানাকে জরিমানা

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে চারটি কারখানাকে ৩৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

গাজীপুর প্রতিনিধি বিডিনিউজনেটায়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 02:13 PM
Updated : 22 Sept 2014, 02:13 PM

সোমবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে ওইসব কারাখানার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর পরিচালক আলমগীরের নেতৃত্বে একটি টিম গত ১৪ সেপ্টেম্বর গাজীপুরের বিভিন্ন ডাইং ও ওয়াশিং কারখানা পরিদর্শন করে।

পরিদর্শনকালে কাশিমপুর এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ইটিপি কার্যক্রম পর্যবেক্ষণ এবং আউটলেট থেকে পানি সংগ্রহ করে পরীক্ষা করা হয়।

জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো কাশিমপুরের মুনটেক্স ফেব্রিক্স লিমিটেড (১০ লাখ টাকা), মাল্টি ফ্যাবস লিমিটেড (১০ লাখ টাকা), মৌরিশাস ইন্টারকন্টিনেন্টাল লিমিটেড (৭ লাখ টাকা)।

এছাড়া জেনারেটরের মাধ্যমে অতিরিক্ত শব্দ দূষণের দায়ে কালিয়াকৈর উপজেলার আটাবাহ গ্রামের হেসং (বিডি) লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।