কারো ‘প্রেসক্রিপশনে’ কাজ করি না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

র‌্যাবকে নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট যাই বলুক না কেন,তাতে সরকার কান দিচ্ছে না বলে সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 01:03 PM
Updated : 22 Sept 2014, 01:03 PM

“কে কী প্রেসক্রিপশন দিল, সে বিষয়ে আমাদের কিছু যায়-আসে না,” ইউরোপীয় পার্লামেন্টে র‌্যাবের বিষয়ে পাস হওয়া প্রস্তাবের প্রতিক্রিয়ায় সোমবার সাংবাদিকদের বলেছেন তিনি। 

সন্ত্রাস দমনে গঠিত বিশেষ বাহিনী র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে গত সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে পাস হওয়া এক প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে এই বাহিনী দায়মুক্তি নিয়ে কাজ করছে।

এর প্রতিক্রিয়ায় রোববার র‌্যাব এক বিবৃতিতে জানিয়েছে, তারা দায়মুক্তির জন্য সরকারের কাছে আবেদন কখনো করেনি এবং সরকারও তা দেয়নি।

র‌্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে প্রচলিত আইন এবং বাহিনীর বিধান অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় ওই বিবৃতিতে।

ফাইল ছবি

এর একদিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কামাল।

তিনি বলেন, “একটি স্বাধীন দেশে আইন আছে, আদালত আছে, সে অনুসারেই তাদের (র‌্যাব) বিচার সম্পন্ন হবে। যদি কোনো র‌্যাব সদস্য অপরাধ করেই থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশে বিএনপির ডাকা সোমবারের হরতাল সফল হয়নি বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।