অসদাচরণের জন্য জজকে শাস্তি

অসদারণের অভিযোগে এক বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 12:36 PM
Updated : 22 Sept 2014, 12:36 PM

শাস্তি পাওয়া এ কে এম ইশতিয়াক হুসাইন জেলা জজ পদমর্যাদায় বরিশালের দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক ছিলেন। তিনি খুলনার সাবেক জেলা জজ।

সুপ্রিম কোর্টের পরামর্শে এবং রাষ্ট্রপতির অনুমোদনে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে বলে আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবদুল্লা আল-শাহীন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইশতিয়াক হুসাইনের বিরুদ্ধে ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৪(৩)(বি) বিধি মোতাবেক অসদাচরণের অভিযোগ রয়েছে।

আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) আবু সালেহ শেখ মো. জহিরুল হক সম্প্রতি ইশতিয়াক হুসাইনের বাধ্যতামূলক অবসরের আদেশে স্বাক্ষর করেন।