রাজধানীতে পুলিশের দিকে বোমা, গুলিতে আহত ১

বিএনপি জোটের ডাকা হরতালের মধ্যে রাজধানীর মাদারটেক এলাকায় পুলিশের দিকে বোমা হামলার পর শটগানের গুলিতে একজন আহত হয়েছেন।  

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 07:16 AM
Updated : 22 Sept 2014, 10:12 AM

সোমবার বেলা ১১টার দিকে মাদারটেক বাজারের সামনে এ ঘটনায় আহত মো. হানিফ ওরফে জনিকে (২৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, জনির বাঁ পায়ে ছররা গুলি লেগেছে।

সবুজবাগ থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমার্থকরা বাজারের সামনে মিছিল করলে যানজটের সৃষ্টি হয়। এ কারণে ‘সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে’ হরতালকারীদের অনুরোধ করে পুলিশ।

“এক পর্যায়ে হরতাল সমর্থকরা পুলিশের দিকে তিনটি হাতবোমা ছোড়ে। পরিস্থিতি সামলাতে পুলিশ শট শানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”

ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

উচ্চ আদালতের বিচারকদের সরানোর ক্ষমতা সংসদকে দিয়ে সংবিধান সংশোধনের প্রতিবাদে সারাদেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে বিএনপি জোট।