ঢাবি ক্যাম্পাসে ৬ ছাত্রদলকর্মী আটক

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছয় ছাত্রদলকর্মীকে আটক করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 06:55 AM
Updated : 22 Sept 2014, 06:55 AM

সোমবার সকালে দুই দফায় তাদের আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সিটিটিউটের (আইএমএল) সামনে থেকে তিনজন এবং অপর একুশে হলের সামনে থেকে তিনজনকে আটক করা হয়।

ভাষা ইন্সিটিটিউটের সামনে আটক তিনজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিয়াদ, স্টেট ইউনিভার্সিটির ছাত্র শফিকুল ইসলাম এবং খোরশেদ আলম।

তবে একুশে হলের সামনে থেকে আটক তিন জনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আকরামুল হোসেনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল মিছিল থেকে টিএসসির দিকে আসতে থাকে। ভাষা ইন্সিটিটিউটের সামনে পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

এরপর সকাল সাড়ে ৮টার দিকে একুশে হলের সামনে ছাত্রদল কর্মীরা আবারও মিছিরের চেষ্টা করলে সেখান থেকে আটক করা হয় তিনজনকে।

ওসি সিরাজল ইসলাম বলেন, “তারা নাশকতা চালানোর চেষ্টা করছিল।এজন্য তাদের আটক করা হয়েছে।”