সিলেটে ঢিলেঢালা হরতাল

সিলেটে কড়া নিরাপত্তায় ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে সংবিধান সংশোধনের প্রতিবাদে ডাকা ২০ দলের হরতাল।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 05:30 AM
Updated : 22 Sept 2014, 11:44 AM

সোমবার সকালে হরতালের সমর্থনে মিছিল করেছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়া কমিটির পদ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়া ছাত্রদলের দুটি পক্ষ আলাদাভাবে মিছিল করেছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, হরতালে সকাল থেকে বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

নগরবাসীর নিরাপত্তায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাবের টহলের পাশাপাশি রয়েছে বিজিবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপি। জিন্দাবাজার এলাকায় পুলিশের বাধা পেয়ে সেখানেই শেষ হয়ে যায় বিএনপির মিছিল।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নয়াসড়ক ও চৌহাট্টা এলাকায় মিছিল করে ছাত্রদল।

সকালে সিলেট থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক।

সকাল থেকে নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলাচল করছে না। হরতালের কারণে নগরীর বিপনীবিতান ও দোকানপাট বন্ধ রয়েছে।