ফকিরাপুলে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

রাজধানীর ফকিরাপুলে প্যারামাউন্ট হাইট নামের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2014, 03:43 AM
Updated : 22 Sept 2014, 03:43 AM

ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে এবাদত ফকির (৪৫) নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ১২টার দিকে কালভার্ট রোডের ওই ভবনের নিচতলায় আগুন লাগে। পরে আগুন ওপরের তলায়ও ছড়িয়ে পড়ে।

অগ্নি নির্বাপক বাহিনীর ১৮টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাদী সুলতানা জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই ভবনে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি।

পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে এবাদত ফকিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাকি চারজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।