ছাত্র সংসদ নির্বাচনে সংঘর্ষ: আ.লীগের ৫ বহিষ্কার  

গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 04:00 PM
Updated : 21 Sept 2014, 04:00 PM

কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ লুৎফর রহমান  জানান, রোববার উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে  আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের এক যৌথসভায় তাদের বহিষ্কারের সিন্ধান্ত হয়।

বহিষ্কৃতরা হলেন কোটালীপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল, পৌর সেচ্ছাসেবক লীগের সহসভাপতি কাউন্সিলর হুমায়ূন কবীর, কলেজ ছাত্রলীগ নেতা জুয়েল, সুমন ও রেজোয়ান।

লুৎফর রহমান বলেন, দলীয় শৃংঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।  

শনিবার সকালে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এ ঘটনায় রোববার কোটালীপাড়া থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়।