প্রধানমন্ত্রীর সঙ্গে ‘জালিয়াত’ সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র গেছেন ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধার সনদ নেওয়া স্বাস্থ্য সচিব এম নিয়াজ উদ্দিন মিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 03:59 PM
Updated : 22 Sept 2014, 10:10 AM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে রোববার রাত ৯টা ৪৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

নয়জন মন্ত্রী ও উপদেষ্টা ছাড়াও ৭৫ জন ব্যবসায়ী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গী হচ্ছেন। বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও সরকারের কর্মকর্তাদের নিয়ে এবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা দেড় শতাধিক।

স্বাস্থ্য সচিব নিয়াজও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

অন্য চার সচিবের সঙ্গে চাকরির শেষ সময়ে এসে জালিয়াতি করে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্তে ধরা পড়েন নিয়াজউদ্দিন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই সচিবের মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

তবে দুদকের সুপারিশ অনুযায়ী এই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখনো গড়িমসি করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বলছেন, এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে কি না আগে তা বিবেচনা করতে হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয় পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা না করলে তারা মামলা করবেন।