হরতালে দোকান খোলা-বাস চালানোর ঘোষণা

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতালে সোমবার সারা দেশে দোকান খোলা রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 03:31 PM
Updated : 21 Sept 2014, 04:00 PM

এদিকে ঢাকা ও এর আশপাশের এলাকায় বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি এম এ কাদের কিরণ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা গতকালই সমিতির সভায় হরতালে দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সে মোতাবেক আজ (রোববার) ঢাকাসহ সারা দেশে দোকান খোলা রেখেছিলাম।

“বেচা-কেনাও ভালো হয়েছে। কালকেও দোকান খোলা রাখব।”

আসন্ন কোরবানীর ঈদের কথা স্মরণ করিয়ে দিয়ে দোকান মালিকদের নেতা কিরণ বলেন, “দুই ঈদকে কেন্দ্র করেই আমাদের ব্যবসা নিয়ন্ত্রিত হয়। আমরা চাই না ঈদের আগে আমাদের ব্যবসার লোকসান হোক।”

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

হরতাল প্রত্যাখ্যান করে রাজধানী ও এর আশপাশের এলাকায় বাস চালানোর ঘোষণা দিয়ে ঢাকা পরিবহন সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মালিক-শ্রমিকরা আগামীকালের (সোমবার) হরতাল প্রত্যাখান করে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখবে।”