কুড়িয়ে পাওয়া বোমায় আহত ৪ শিশু

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে দুই ভাই-বোনসহ চার শিশু আহত হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 02:35 PM
Updated : 21 Sept 2014, 02:35 PM

রোববার বিকালে উপজেলা সদরের চণ্ডিবের এলাকায় এ ঘটনায় আহতরা হলো স্থানীয় আক্কাছ আলীর ছেলে হৃদয় (৭) ও মেয়ে মারুফা (৬), খলিল  মিয়ার মেয়ে সুরমা (৬) ও জাকির হোসেনের ছেলে আরশ (২)।  

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এরা সবাই ঘোড়াকান্দা মহল্লার বাসিন্দা এবং স্থানীয় জব্বার জুট প্রাথমিক বিদ্যালযয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামাল আহমেদা জানান, শিশু হৃদয়ের একটি হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার সারা শরীরেই স্প্লিন্টারের আঘাত লেগেছে। এছাড়া মারুফা, আরশ ও সুরমার শরীরের বিভিন্ন অংশে অসংখ্য স্প্লিন্টারের আঘাত রয়েছে।

তাই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ভৈরব থানার ওসি মো. বদরুল আলম জানান, বিকাল ৪টার দিকে ভৈরব শহরের পঞ্চবটি এলাকার বালুর মাঠে খেলার সময় কাগজে মোড়া একটি গোলাকার বস্তু কুড়িয়ে পায় শিশুরা। পরে সেটি নিয়ে খেলার সময় হঠাৎ বিস্ফোরিত হয়।  

বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করে দেখছে বলে জানান ওসি।