জীবনের নিরাপত্তা চান যুক্তরাজ্য প্রবাসী নারী

যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি নারী জীবনের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 02:08 PM
Updated : 21 Sept 2014, 02:08 PM

রোববার বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফারহানা শারমীন শিমুল নামের এই ব্রিটিশ নাগরিক এই আবেদন জানান।

তার অভিযোগ, নিজের মা মনোয়ারা বেগম ও ছোটভাই জাহিদ হাসান টুটুল সম্পত্তি আত্নসাতের চেষ্টা করছেন এবং তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে ঘটনার বিবরণ দিয়ে ফারহানা বলেন, নিজের উপার্জিত টাকা দিয়ে ২০০৩ সালে বগুড়া শহরের শিববাটি এলাকায় ৫ শতক জায়গা কিনে ‘শিমুল ভিলা’ নামে একটি দোতলা বাড়ি করেন তিনি।

“যুক্তরাজ্যে অবস্থান করার কারণে আমার বিধবা মা মনোয়ারা বেগমকে সেই বাড়ির একাংশে থাকতে দিই।

“এক পর্যায়ে মা ও ছোট ভাই ওই বাড়িটি তাদের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।”

ফারহানা অভিযোগ করেন, ইতিমধ্যে ছোটভাই ভাড়াবাড়ি ছেড়ে সেই বাড়িতে অবস্থান নেন। এছাড়া মা ও ভাই বাড়িটি তাদের নামে লিখে দেওয়ার জন্য তার উপর চাপ সৃষ্টি করছেন।

গত ৩০ অগাস্ট  বগুড়ায়  নিজ বাসা শিমুল ভিলায় এসে বুঝতে পারেন তার মা ও ভাই বাড়িটি গ্রাস করার চেষ্টা করছেন।

তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় বহিরাগত লোকজন দিয়ে তাকে মারধর করে এবং জীবননাশের হুমকি দেয়।

ফারহানা আরো বলেন, গত ১৮ সেপ্টেম্বর অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলা করেছেন। আদালত বগুড়া সদর থানার ওসিকে তার নিরাপত্তা ও শিমুল ভিলায় আইনশৃংখলা রক্ষার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন।

তিনি বলেন, "এখনো আমার জীবন হুমকির মুখে রয়েছে। আমি বাংলাদেশ ও বৃটিশ নাগরিক হিসেবে আমার বাড়িটি রক্ষা এবং আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।"

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি মো. ফায়জুর রহমান জানান, বিষয়টি দেখার জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) মো. খোরশেদকে দায়িত্ব দেয়া হয়েছে।