গৃহবধূ খুন: স্বামীর থানায় আত্মসমর্পণ

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর পুবাইল এলাকায় গৃহবধূর লাশ উদ্ধারের আট ঘণ্টা পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 12:43 PM
Updated : 21 Sept 2014, 12:43 PM

যাত্রবাড়ী থানার ওসি অবণী শংকর কর জানান, রোববার বিকাল ৪টার দিকে আত্মসমর্পণ করে সাজ্জাদুল ইসলাম ভূইয়া রাসেল স্ত্রী হত্যার কথা স্বীকার করেছেন। 

এর আগে রোববার সকাল ৮টার দিকে ওই এলাকার একটি ভবনের চারতলার ফ্ল্যাট থেকে গৃহবধূ সুরভী আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে পুলিশ তার স্বামী রাসেলকে খুঁজছিল।

রাসেলকে উদ্ধৃত করে ওসি অবণী শংকর জানান, ঝগড়ার এক পর্যায়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে তার স্ত্রী মারা যায়।

“রাসেল জানিয়েছেন, সারা রাত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ভোরের দিকে সুরভী হাতুড়ি নিয়ে রাসেলকে মারতে তেড়ে আসেন। এক পর্যায়ে রাসেল হাতুড়ি কেড়ে নিয়ে সুরভীকে আঘাত করলে তার মৃত্যু হয়।”

তবে সুরভীর লাশ উদ্ধারের পর শরীরে ‍ছুরির আঘাতের চিহ্ন থাকার কথা বলেছিল পুলিশ।

রাসেল ও সুরভী দম্পতির দুই সন্তান রয়েছে। অরিনের বয়স চার এবং নরীন নামে অপর সন্তানের বয়স চৌদ্দ দিন।