বাগেরহাটে ৫ শিবির কর্মী গ্রেপ্তার

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে ডাকা হরতালের দ্বিতীয় দিনে নাশকতরা পরিকল্পনার অভিযোগে বাগেরহাটে ইসলামী ছাত্র শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 10:56 AM
Updated : 21 Sept 2014, 10:56 AM

রোববার দুপুরে বাগেরহাট শহরের সোনাতলা এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের ফারুক খন্দকার (২৫), যশোরের কেশবপুরের শফিকুল ইসলাম ডাকুয়া (১৮), খুলনার দাকোপের লাউডোব গ্রামের ইদ্রিস সিকদার (১৮), বাগেরহাটের মোরেলগঞ্জের বৈলতলী গ্রামের মো. জাকারিয়া (১৯) এবং ঢুলিগাতি গ্রামের সাফায়েত ইসলাম (২২)।

এরা বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত বলে জানালেও কে কোন মাদ্রাসায় লেখাপড়া করছে তা পুলিশ নিশ্চিত করতে পারেনি।

বাগেরহাট মডেল থানার ওসি মো. আলী আজম খান বলেন, জামায়াতে ইসলামের ডাকা হরতালের দ্বিতীয় দিন বেলা দেড়টার দিকে বাগেরহাট-খুলনা সড়কের সোনাতলা এলাকায় কয়েকজন তরুণ জড়ো হয়ে নাশকতা পরিকল্পনার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে শিবিরের বেশ কিছু মূল্যায়ন বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।