জলমগ্ন চট্টগ্রামে দুর্ভোগ

টানা দুই দিনের বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 09:16 AM
Updated : 21 Sept 2014, 09:47 AM

শনিবার থেকে শুরু করে রোববার সকাল পর্যন্ত বৃষ্টিতে নগরীর প্রধান সড়কের পাশাপাশি, গলি, উপগলি পানিতে তলিয়ে যায়।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা তরিকুল নেওয়াজ জানান, রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সাগরের লঘু চাপের কারণে দুই দিন ধরে এ বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে বৃষ্টিতে নগরীর ষোলশহর, চান্দগাঁও, বহদ্দরহাট, মুরাদপুর, আগ্রাবাদ, হালিশহর, বিবিরহাট, চকবাজারসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে গেছে।

বহদ্দারহাট থেকে ষোলশহর পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়া এলাকায় চলাচল করা রিকশাওয়ালাদের যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে দেখা গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিক সুমন গোস্বামী।

সকাল সাড়ে ১০টার পর থেকে বৃষ্টিপাত কমতে থাকায় বিভিন্নস্থানে পানিও কমতে শুরু করে।