হরতালের মধ্যে চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতালের সকালে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে দলটির সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 09:13 AM
Updated : 21 Sept 2014, 09:13 AM

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দ ‍শাহ রোড থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইরফান মাহমুদ (২২) শিবিরের বাকলিয়া থানা স্কুল ভিত্তিক সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি।

ওসি মহসিন বলেন, “এলাকায় শিবিরের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সঙ্গে ইরফান যুক্ত। এই অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে শিবিরের সাথী।”

ইরফান বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

এদিকে, হরতাল শুরুর আগে শনিবার গভীর রাতে নাশকতা পরিকল্পনার অভিযোগে নগরীর পাহাড়তলী মুরগী ফার্ম এলাকা থেকে ওয়ালীউল্লাহ ওরফে অলি (৩৮) ও আবু বকর ওরফে ইব্রাহীম (৩৫) নামের দুই জামায়াত কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদেরমধ্যে অলি ৫ জানুয়ারি নির্বাচন পূর্ববর্ত সময়ে নাশকতার ঘটনায় করা মামলায় পলাতক আসামি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় হয় গত ১৭ সেপ্টেম্বর। এরপর তার মুক্তি দাবিতে বৃহস্পতি ও রোববার সারা দেশে মোট ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।