চট্টগ্রামে নিরুত্তাপ হরতাল

যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে চট্টগ্রামে জামায়াতে ইসলামীর দ্বিতীয় দিনের হরতাল হচ্ছে ঢিলেঢালাভাবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 07:25 AM
Updated : 21 Sept 2014, 07:49 AM

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) শাহ আব্দুর রউফ জানান, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

বন্দরনগরীতে হরতালের কোনো প্রভাব না পড়লেও দুই দিন ধরে টানা বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় যান চলাচল কম বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুর রউফ।

হরতালের কারণে সকাল থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেল যোগাযোগ স্বাভাবিক বলে চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান।

“তবে রাতে আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত হওয়ায় কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এ কারণে চট্টগ্রামগামী ট্রেনগুলো পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছে।” 

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল কম থাকলেও শহরের ভেতরে যানবাহন চলছে।

জামায়াত-শিবির প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতেও এদিন হরতালে গোলযোগের কোনো খবর পাওয়া যায়নি।

হরতালের আগে শনিবার গভীর রাতে ‘নাশকতার পরিকল্পনার’ অভিযোগে পাহাড়তলী মুরগী ফার্ম এলাকা থেকে জামায়াতে ইসলামীর দুই কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এসএম তানভীর আরাফাত জানান।

এরা হলেন- ওয়ালীউল্লাহ ওরফে অলি (৩৮) ও আবু বকর ওরফে ইব্রাহীম (৩৫)।

পাহাড়তলী থানার এসআই সেকান্দার আলী জানান, গ্রেপ্তার ওয়ালীউল্লাহ নির্বাচনের আগে নাশকতার দুটি মামলার পলাতক আসামি।