দুবাইফেরত বিমানযাত্রীর কাছে ৭ কেজি সোনা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৮টি সোনার বারসহ দুবাইফেরত এক যুবককে আটক করেছে শুল্ক বিভাগ।  

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 06:59 AM
Updated : 21 Sept 2014, 06:59 AM

ফাইল ছবি

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার তপন চক্রবর্তী জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মো. আল আমীন (২২) নামের ওই যুবক চট্টগ্রামে আসেন।

আমীনের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুড়িতে।

শুল্ক কর্মকর্তা তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে দুবাই থেকে আসা আমীনকে তল্লাশি করা হলে তার পেটে ও কোমরের সঙ্গে বিশেষভাবে রেঁধে রাখা সোনার বারগুলো পাওয়া যায়।   

উদ্ধার হওয়া ৫৮টি সোনার বারের ওজন প্রায় সাত কেজি, বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৯০ লাখ টাকা বলে জানান তপন।

এর আগে শনিবার সন্ধ্যায় দুবাই থেকে চট্টগ্রামে আসা রমজান আলী নামের এক যুবকের কাছ থেকে ১২টি সোনার বার উদ্ধার করে বিমানবন্দর শুল্ক বিভাগ।