চোরাই পথে আসা চন্দন কাঠসহ আটক ২

যশোরের শার্শা উপজেলায় ভারত থেকে চোরাইপথে আসা ৭২ কেজি ওজনের রক্তচন্দন কাঠসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 06:33 AM
Updated : 21 Sept 2014, 06:33 AM

যশোর র‌্যাব-৬ এর মেজর মোহাম্মাদ আশরাফ উদ্দিন জানান, শনিবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে বাগআঁচড়া বাজারের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

জব্দ করা  চন্দন কাঠের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ ৫১ হাজার টাকা বলে দাবি করেন তিনি।  

গ্রেপ্তার দুজন হলেন-মনিরুল খাঁ (২৮) ও শফিকুল ইসলাম (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার কলারোয়া থানার চন্দনপুর গয়ড়া গ্রামে।   

তাদের সঙ্গে থাকা নম্বরবিহীন একটি মোটরসাইকেলও এ সময় জব্দ করা হয়।

মেজর আশরাফ বলেন, “তাদের কাছে রক্তচন্দন কাঠের ১৬টি খণ্ড পাওয়া গেছে। কাঠের টুকরাগুলো তারা মোটরসাইকেলের পেছনে বেঁধে ঢাকায় নিয়ে যাচ্ছিল।”

এ ঘটনায় মামলা দায়ের করে মনির ও শফিককে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।