আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত, আড়াই ঘণ্টা পর উদ্ধার

আখাউড়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল আবার স্বাভাবিক হয়েছে।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 04:07 AM
Updated : 21 Sept 2014, 04:07 AM

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী স্টেশন মাস্টার মইনুল আলম জানান, সিলেট থেকে চট্টগ্রামমুখী উদয়ন এক্সপ্রেস রোববার ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর দুটি বগি লাইনচ্যুত হয়।

ফলে ঢাকা-সিলেট লাইন খোলা থাকলেও চট্টগ্রামের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 

রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেয়ার পর সকাল ৭টার দিকে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয় বলে মইনুল আলম জানান।

দুর্ঘটনার কারণ তিনি জানাতে পারেননি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।