বরিশালে শিবিরের মিছিল, অবরোধের চেষ্টা

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের হরতালে বরিশালে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছে জামায়াত-শিবিরকর্মীরা।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2014, 03:42 AM
Updated : 21 Sept 2014, 03:42 AM

রোববার ভোর সাড়ে ৬টায় নগরীর কাশিপুর ২৭ নম্বর ওয়ার্ড এলাকায় মিছিল বের করে শিবির কর্মীরা। মিছিল শেষে তারা সড়কে কাগজ জড়ো করে পেট্রোল ঢেলে আগুন জ্বালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এর আগে ভোর ৬টার দিকে নগরীর কাউনিয়া বিসিক এলাকায়ও মিছিল করে শিবিরকর্মীরা।

বিমান বন্দর থানার ওসি মো. শাহিদুজ্জামান জানান, কাশিপুর এলাকায় অবরোধের চেষ্টার কথা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

এ দিকে হরতালের কারণে বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদীর আপিলে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় হয় বুধবার।

এরপর তার মুক্তি দাবিতে বৃহস্পতি ও রোববার সারা দেশে মোট ৪৮ ঘণ্টার এই হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।