নেত্রকোণায়  উপজেলা নির্বাচন রোববার

নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচন রোববার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ৫১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 03:56 PM
Updated : 20 Sept 2014, 03:56 PM

নির্বাচনে ২২টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) ঘোষণা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা নির্বাচন অফিস।

নেত্রকোণা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহে আলম  জানান, ৭টি ইউনিয়নের ৯৪ হাজার ৯৫৫ জন ভোটার ৫১টি ভোটকেন্দ্রের ২৩২টি বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ নির্বাচনে ২২টি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ)। এসব কেন্দ্রে র‌্যাব পুলিশের পাশাশাশি সেনাবাহিনী নিয়োজিত থাকবেন।

এছাড়াও ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট,  এক প্লাটুন বিজিবি, পুলিশ, আনসার কাজ করবে বলে জানান তিনি।

নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির  সমর্থকসহ চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ সকল পদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ হওয়ায় গত ২৪ অগাস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।