মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে আটক ১৮

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে বান্দরবানের লামা উপজেলায় ২১ জনকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে তিন জন রয়েছে দালাল।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 11:25 AM
Updated : 20 Sept 2014, 11:25 AM

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী এলাকা থেকে এদের আটক করা হয়।

লামা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, দালালরা বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করে  মালয়েশিয়া নেওয়ার জন্য ফাঁসিয়াখালী কুমারী এলাকার একটি জঙ্গলে সমবেত করে।

গোপন সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন দালালকে গ্রেপ্তার করা হয়।  

মালয়েশিয়াগামী সবাই নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের বৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে এখানে নিয়ে আসা হয়েছিল বলে পুলিশকে জানান।

আটকরা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আরো যাচাইয়ের পর তাদের নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে।

ওসি আরো জানান, গ্রেপ্তার তিন দালালের মধ্যে একজন হলেন বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর বাসিন্দা।

বাকি দুজনের নাম জানাতে পারেননি তিনি। তাদের বিরুদ্ধে মানব পাচারের মামলা হয়েছে বলে জানান ওসি।