সৈকত পরিচ্ছন্নতায় সাকিব

আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 11:09 AM
Updated : 20 Sept 2014, 11:09 AM

বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় শনিবার সকালে কক্সবাজারে পরিচ্ছন্নতা দিবসের কর্মসূচি শুরু হয়।

সৈকত পরিচ্ছন্নতা নিয়ে সচেতনা তৈরিতে বাংলালিংকের ব্রান্ড অ্যাম্বাসেডর ক্রিকেটার সাকিব আল হাসানের নেতৃত্বে প্রায় দুই হাজার মানুষ একটি শোভাযাত্রায় অংশ নেন।

বাংলালিংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা সপ্তমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা দিবসের কর্মসূচি আয়োজন করা হয়।

এসব কার্যক্রমে  কক্সবাজারের জেলা প্রশাসক মো. রুহুল আমিন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথসহ বাংলালিংকের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুধু দিবসেই নয়, পুরো বছরজুড়ে সৈকত পরিচ্ছন্নতার পাশাপাশি এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করবেন বলে বাংলালিংকের কর্মকর্তারা জানান। 

বাংলালিংকের আঞ্চলিক বিপণন প্রধান মো. ফরহাদ হোসেন বলেন, “এই আয়োজন বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে সামাজিক দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংকের ধারাবাহিক প্রচেষ্টারই একটি অংশ।

“টানা সপ্তমবারের মতো এই আয়োজনে পৃষ্ঠপোষকতা করতে পেরে আমরা গর্বিত। আর এই ধরনের উদ্যোগের সঙ্গে নিজেদের সব সময় যুক্ত রাখতে চাই।”