ষোলশহরে চবিগামী শাটলট্রেন অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী দুটি শাটলট্রেন প্রায় ঘণ্টাখানেক আবরোধ করে রাখে শিক্ষার্থীরা, তাদের দাবি ছাত্র-ছাত্রীদের রেলপথে চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করতে হবে।   

চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2014, 04:57 AM
Updated : 20 Sept 2014, 04:57 AM

জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ষোলশহর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

ফাইল ছবি

পরে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হলে একটি ৯টার দিকে এবং অপরটি সাড়ে ৯টার দিকে ছাড়ে বলে জানান ওসি।      

পুলিশ কর্মকর্তা ইয়াসিন বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়গামী একটি ট্রেন ষোলশহর স্টেশন ছাড়ার কিছুক্ষণ আগে তৌহিদুল ইসলাম হিমেল নামে ইতিহাস বিভাগের এ ছাত্রের মোবাইল ছিনতাই হয়।

পরে খোকন নামে এক ছিনতাইকারীকে ধরে পুলিশে ধরিয়ে দেয় হিমেল। এসময় স্টেশন এলাকার কয়েকজনের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এর জের ধরে বিক্ষুব্ধরা ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্র হিমেলকে মারধর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

জিআরপি থানার এসআই অহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিমেল ছিনতাই ও হামলার অভিযোগে রাতেই একটি মামলা করেছেন।  

এতে খোকনসহ অজ্ঞাতপরিচয়ের আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।