মুক্তিযুদ্ধে ব্যবহৃত উড়োজাহাজ উপহার দিল ভারত

বাংলাদেশ বিমানবাহিনীর যাদুঘরে রাখার জন্য নিদর্শনস্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি উড়োজাহাজ উপহার দিয়েছে ভারতীয় বিমানবাহিনী।  

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 05:36 PM
Updated : 19 Sept 2014, 05:36 PM

বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের বিমানবাহিনীর আনুষ্ঠানিক অনুরোধে সাড়া দিয়ে ডাকোটা মডেলের এই উড়োজাহাজটি উপহার দেয়া হয়েছে, যা দুদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরো জোরদার করবে।

ভারতের পালাম বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানে ভারতীয় বিমানবাহিনীর পশ্চিমাঞ্চলীয় অধিনায়ক এয়ার মার্শাল এস এস সোমান সফররত বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ এনামুল বারির কাছে উড়োজাহাজটি হস্তান্তর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই উড়োজাহাজটির সঙ্গে ভারতীয় বিমান বাহিনীর সৈনিক পরিবহনজনিত বেশকিছু ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই উড়োজাহাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

“মুক্তিযুদ্ধের ক্রান্তিলগ্নে এই উড়োজাহাজটি টাঙ্গাইলে ভারতীয় ছত্রীসেনাদের নামানোর কাজে ব্যবহৃত হয়েছিল।”

এছাড়া বাংলাদেশ বিমানবাহিনীর যাত্রাকালেও এর বিশেষ ভূমিকা ছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

১৯৪৭-৪৮ সালের শ্রীনগর যুদ্ধে সেনা অবতরণের সময় ঐতিহাসিক এই ডাকোটা উড়োজাহাজ ব্যবহৃত হয়েছিল।

এই বিমানটি চালিয়েই উইং কমান্ডার মেহের সিং তিব্বত ও সিন্ধু অববাহিকা এলাকার মধ্যবর্তী লেহ অঞ্চলে সাড়ে ১১ হাজার ফুট উপরে প্রথমবারের মতো অবতরণ করেন।