সিলেটে ছাত্রদল সভাপতিসহ আটক ১৪

কমিটি গঠন নিয়ে দুগ্রুপের সংঘর্ষের পর সিলেট জেলা ছাত্রদলের নতুন সভাপতি সাঈদ আহমদসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 04:18 PM
Updated : 19 Sept 2014, 04:18 PM

শুক্রবার সন্ধ্যায় নগরীর ইলেকট্রিক সাপ্লাই ও মিরবক্সটুলায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে আটকরা হলেন জেলা সভাপতি সাঈদ আহমদ, ছাত্রদল নেতা ফারুক আহমদ, সুহিন আহমদ চৌধুরী, জিয়াউর রহমান রুমেন, আহমেদ জাকি, মিজান আহমদ ও মাসুম আহমদ।

মিরবক্সটুলা থেকে আটকরা হলেন আলী আকবর রাজন, রাইসুল ইসলাম সনি, ফয়েজ, সাগর, রিপন, আফজাল ও আখতার।

কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে জিন্দাবাজারে ও শুক্রবার ইলেকট্রিক সাপ্লাই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় আরো মামলা রয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষিত হয়। কেন্দ্র থেকে এই কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে নগরীতে মিছিল বের করে। ওই মিছিল থেকে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

শুক্রবার দুপুরের পর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় দুগ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে সাবেক মহানগর ছাত্রদল নেতা রেজাউল করিম নাচনসহ ১০ জন আহত হন।