দিনাজপুরে মাদক ও ভারতীয় পণ্যসহ আটক  ২

দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও  ভারতীয় বিভিন্ন পণ্যসহ দুই জনকে আটক করেছে বিজিবি।   

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 02:54 PM
Updated : 19 Sept 2014, 02:54 PM

শুক্রবার হিলি রেল স্টেশন এবং বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন উপজেলার হোসেনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রায়হান (২৭) ও পার্বতীপুরের ঝারপুকুর মহল্লার সহদেব চন্দ্র রায়ের ছেলে রাজেন্দ্র নাথ রায় (৩০)।

দিনাজপুর বিজিবি সেক্টরের মেজর রবিউল ইসলাম বিডিনিউজ টোয়োন্টফোর ডটকমকে বলেন, সকাল ৮টায় হিলি রেল স্টেশনে পার্বতীপুরগামী রকেট এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়।

এ সময় ১২৮ কেজি সালফিউরিক এসিড, ৩০ হাজার চকলেট বোমা ও ৯শ বোতল ফেন্সিডিলসহ রায়হান ও রাজেন্দ্রকে আটক করা হয়।

এছাড়াও বিরামপুর ও ফুলবাড়ী উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৮ লাখ টাকা মূল্যের ভারতীয় থান কাপড়, শাড়ি, হরলিক্স, ৫টি বাইসাইকেল, বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ আটক করা হয়।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান মেজর রবিউল।