ঝিনাইদহে ৩টি গ্রামে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 02:52 PM
Updated : 19 Sept 2014, 02:52 PM

শুক্রবার আবাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লা ও সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন মৃধার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।  

শৈলকুপা থানার ওসি ছগির মিয়া জানান, ওই ইউনিয়নের দুই চেয়ারম্যানের মধ্যে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জের ধরে সকালে এ সংর্ঘষ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।

সংঘর্ষে হাটফাজিলপুর, কুমড়েদহ ও চররূপদা  গ্রামবাসীরা বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা করে। অন্তত ৩০টি বাড়িঘরে ভাংচুরের ঘটনাও ঘটে।

এ সংঘর্ষে চ্যানেল টোয়েন্টিফোরের ঝিনাইদহ প্রতিনিধি আব্দুর রহমান মিল্টনসহ উভয়পক্ষের  অন্তত ১০ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৭ রাউন্ড শটগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

বর্তমানে পরিস্থিতি শান্ত এবং গ্রামগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।

</div>  </p>