রূপগঞ্জে ডাকাতের হামলায় এসআই আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার রাতে এক শিক্ষকের বাড়িতে ডাকাতের হামলায় গুহকর্তার ভাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক এসআই আহত হয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 11:50 AM
Updated : 19 Sept 2014, 11:50 AM

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আহত এসআই সুজন চন্দ্র দাসকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতরা ওই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করেছে।

ওসি আরো জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক বাদল চৌধুরী জানান, রাত ২টার দিকে  ভোলাব ইউনিয়নের ভোলাব কালীবাড়ি এলাকায় তাদের বাড়িতে ১৪/১৫ জনের একদল ডাকাত হানা দেয়। ডাকাতরা সীমানা দেয়াল টপকে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন সেটসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায়।

বাধা দেয়ায় ডাকাতদের ছুরিকাঘাতে তার ছোট ভাই সিআইডির এসআই সুজন চন্দ্র দাস গুরুতর আহত হন।

বাদল জানান, ডাকাতরা তার ছোট ভাইয়ের কাছ থেকে অস্ত্র দাবি করেছিল। অস্ত্র না পেয়ে তাকে এলাপাথাড়ি কোপায় তারা। তার কয়েকটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।