বড়াইগ্রামে দুর্গা প্রতিমা ভাংচুর

সারাদেশে পূজার আয়োজন উদ্যোগের মধ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বৃহস্পতিবার রাতে একটি মন্দিরে দুর্গা প্রতিমা ভাংচুর করেছে ‍দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 09:40 AM
Updated : 19 Sept 2014, 09:40 AM

শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যান বড়াইগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুল ইসলাম, থানার ওসি মনিরুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

জোয়াড়ী পূজা মন্দিরের সভাপতি অসিত কুমার দাস জানান, রাতে দুর্বৃত্তরা নির্মাণাধীন দুর্গা প্রতিমার মাথা ভেঙে ফেলেছে এবং গণেশ ও কার্ত্তিক প্রতিমার একটি করে হাত ভেঙেছে।

পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সকলকে নিয়ে ধর্মীয় উৎসব পালন করতে চাই। একটি চক্র শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট করার চেষ্টা করছে।”

ওসি মনিরুল ইসলাম বলেন, “আমরা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

ইউএনও জাহিদুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গা পূজা উদযাপনের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। এর মধ্যেও অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সর্তক থাকার নির্দেশ দিয়েছি।”

ক্ষতিগ্রস্ত প্রতিমা মেরামত করার জন্য ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদের মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে বলে জানান ইউএনও।