বেনাপোলে বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আসা বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2014, 09:01 AM
Updated : 19 Sept 2014, 09:01 AM

যশোর বিজিবি-২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত বেনাপোলের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বড় আঁচড়া, বেনাপোল ক্যাম্পের সামনে, বেনাপোল রেলস্টেশন, সাদিপুর, মনিরাপুর ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পণ্য ফেলে পালিয়ে যাওয়ায় ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।

অভিযানে ১৪০টি শাড়ি, ৫১০ কেজি জিরা, উন্নত মানের মদসহ ১৩৯ বোতল ফেনসিডিল, ১৭৪ বোতল কীটনাশক, ৫২টি ডুবুরিদের কোমরের বেল্ট, ৫২টি অক্সিজেন মাস্ক, গ্যাস সিলিন্ডার, গ্যাস মিটার ও গ্যাস ফায়ার ফাইটিং এক্সটিংগুইসার জব্দ করা হয়।

বিজিবি কর্মকর্তা লিয়াকত বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেনাপোল ব্যাটালিয়ন সদর ও বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবির টহলদল এসব অভিযান পরিচালনা করেন।

আটক আনুমানিক মূল্য ৩৩ লাখ ২ হাজার ৯০০ টাকা। এর মধ্যে মালামাল যশোর শুল্ক গুদামে এবং মাদকদ্রব্য বেনাপোল বন্দর থানায় জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।