ফেনীতে লেভেল ক্রসিংয়ে সংঘর্ষ, টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত

ফেনীতে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষের পর থেকে চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিফেনী ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 06:41 PM
Updated : 18 Sept 2014, 07:38 PM

অন্যদিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইলে একটি ট্রেন লাইনচ্যুত হলেও বিকল্প পথে সচল রয়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।

ফেনী সদরের ফতেহপুর লেভেল ক্রসিংয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে রেল পুলিশ জানিয়েছে।

ফেনী রেল পুলিশের এসআই মেজবাউল আলম জানান, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস ফতেহপুর রেলক্রসিং পার হওয়ার সময় মাঝপথে বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এই সময় চট্টলা এক্সপ্রেসের সঙ্গে এর সংঘর্ষ হয়।

“সংঘর্ষের পর বাসটি পাশের খাদে পড়ে যায়। বাসটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার আগে সবাই নেমে পড়ায় কেউ হতাহত হয়নি।”

চট্টলা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন রওনা দিয়েছে জানিয়ে কয়েক ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার আশা দিয়েছেন রেল কর্মকর্তারা।

ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ইবরাহীমাবাদ স্টেশনের কাছে রাত ১০টার দিকে লাইনচ্যুত হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।  

ইবরাহীমাবাদ রেল স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুটি বগিসহ ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হলেও বিকল্পপথ সচল করে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়েছে।

ট্রেনটি উদ্ধারে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে বলে জানান তিনি।

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থানার ওসি আখেরুজ্জামান জানান, ট্রেন লাইনচ্যুতির ঘটনায় কেউ হতাহত হয়নি।