শিবির-পুলিশ সংঘর্ষের পর রুয়েট বন্ধ

হল দখলের চেষ্টার সময় পুলিশের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 04:10 PM
Updated : 18 Sept 2014, 07:34 PM

একইসঙ্গে শুক্রবার সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলে নেয়া এই সিদ্ধান্ত ঘোষণা করেন উপাচার্য রফিকুল ইসলাম বেগ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজা ও ঈদের ছুটি নির্ধারিত আাছে। কিন্তু বৃহস্পতিবার ক্যাম্পাসের উত্তেজনাকর পরিস্থতির কারণে এবং নাশকতার আশঙ্কায় ১০ দিন আগে ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

“সেই সঙ্গে শুক্রবার সকাল ১০টার মধ্যে সব ছাত্র-ছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।”

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে শিবিরকর্মীরা রুয়েটের একটি সেমিনার বন্ধ করতে গেলে রুয়েট শাখা শিবিরের সেক্রেটারি আহমেদ ইয়াসির ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদকে আটক করে পুলিশ। পরে শহীদ লে. সেলিম হলে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ হয়। এসময় পুলিশ ১১ শিবিরকর্মীকে আটক করে।

সর্বশেষ বিকেল ৫টার দিকে শিবিরের নেতাকর্মীরা শহীদ লে. সেলিম হলে প্রবেশের চেষ্টা করে এবং হাতবোমা ফাটায়। পরে পুলিশের সঙ্গে শিবির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।