প্রশাসনের জবাবহিদিতা নিশ্চিতে সংসদীয় কমিশনের দাবি

প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় কমিশন গঠনের দাবি উঠেছে জাতীয় সংসদে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 03:42 PM
Updated : 18 Sept 2014, 03:42 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে এ দাবি তোলেন স্বতন্ত্র সংসদ সদস্য রুস্ম আলী ফরাজী।

সংসদে করা উত্থাপন করা বিভিন্ন প্রশ্নের সঠিক জবাব না পাওয়ায় তিনি এ দাবি করেন।

ফরাজী বলেন, “সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন ও জবাবহিদিতা নিশ্চিত করা। মন্ত্রীরা যদি জবাবদিহিতা না করেন তবে কল্যাণকর রাষ্ট্র হয় না। আমরা প্রশ্ন করবো, সেই প্রশ্নের উত্তরে তথ্য-উপাত্ত থাকতে হবে। কিন্তু সেটা থাকে না।

প্রশ্নের জবাব দিতে মন্ত্রীরা কার্যপ্রণালীবিধি অনুসরণ করেন না উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রীদের প্রশ্নের জবাব আমলারা লিখে দেন। তাতে কী থাকে তা মন্ত্রী নিজেও জানেন না।

“আমরা যে প্রশ্ন করি তার সঠিক জবাব পাই না। এর জন্য মন্ত্রীরা নন, আমলারা দায়ী। প্রশ্নের উত্তর লিখে দেন অ্যাসিসেন্ট সেক্রেটারি, ডিজি বা ডিএসরা। আমলারাও সঠিকভাবে কাজ করেন না। তাদের কোনো জবাবদিহিতা নেই।”

রুস্তম আলী ফরাজী আরও বলেন, “আমরা জনগণের প্রতিনিধি।জনগণের কাছে আমাদের জবাবদিহি করতে হয়। সেজন্য মন্ত্রীদের কাছ থেকে প্রশ্নের সঠিক উত্তর জানা দরকার আমাদের।”

আমলাদের জবাবদিহিতার মধ্যে আনতে সংসদীয় কমিশন গঠনের দাবি করে তিনি বলেন, “আমাদের কোনো অভিযোগ থাকলে আমরা এই কমিশনের যাব। কমিশন তাদের জবাবদিহিতার আওতায় আনবে।”

এ বিষয়ে স্পিকারের রুলিংও দাবি করেন স্বতন্ত্র এই সংসদ সদস্য।