গুলশান টাওয়ারে অগ্নিকাণ্ড

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি ১৩ তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2014, 12:51 PM
Updated : 18 Sept 2014, 01:50 PM

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ভজন সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর গুলশান টাওয়ার নামের ওই ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে গুলশানের ওসি রফিকুল ইসলাম জানান।

তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় উপরের ফ্লোরগুলোতে আগুন ছড়াতে না পারলেও ধোঁয়ার কারণে আতঙ্কিত হয়ে অনেকেই ছাদে উঠে যান।

এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্যও অগ্নিনির্বাপক কর্মীরা দিতে পারেননি।

গুলশান গোলচক্করের কাছে ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা মিলিয়ে নিউ ক্লাসিক ফেব্রিকস অ্যান্ড লাইটিংসের দোকান। এছাড়া উপরের ফ্লোরগুলোতে ট্র্যাভেল এজেন্সির অফিসসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে।